॥ কাউখালী প্রতিনিধি ॥
সমাজের অসহায় গৃহহীনদের একটু শান্তির জন্য নিরাপদ নীড়ের ব্যবস্থা করেছে আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি সংস্থা। সোমবার বিকেলে কাউখালীর সিমান্তবর্তী রাউজান উপজেলার ঢালার মুখ নামক স্থানে ১০টি পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সংস্থাটির চেয়ারম্যান হেলাল উদ্দিন জমিরের সভাপতিত্বে রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র মোঃ জমিরউদ্দীন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুল সামাদ সিকদারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর প্রধান অতিথি ১০টি গৃহহীন পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।