রাঙামাটিতে অগ্নিকান্ডে দোকান-বসতঘর পুড়ে ছাই

451

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের আসামবস্তী এলাকায়আগুনে দুইটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরের দিকে শহরের আসামবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আসামবস্তী এলাকার ভাড়াটিয়া মংসুইচিং মারমার বাড়িতে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে দুইটি ঘর ও একটি দোকান পুড়ে যায়। প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে বাড়িতে আগুন লাগার ঘটনা দেখে বাড়ির মালিক লুংথাং লুসাই স্টোক করেন। স্টোক করার সাথে সাথে স্থানীয় লোকজন তাকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছ। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা।