|| স্টাফ রিপোর্টার ||
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাছে ত্রাণ সমাগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে এবং রাঙামাটি রিজিয়নের তত্ত্ববধানে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রাঙামাটি সদর জোনের ভারপ্রাপ্ত উপ – অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান, রাঙামাটি সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুছ সাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও একইদিনে ঘাগড়া কলেজ মাঠে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙালী পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন, ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রেজাউল করিম।
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা এবং ১ কেজি লবণ প্রদান করা হয়।