রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ জেএসএস সদস্য আটক

426

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের কালেক্টর পুনেন্টু চাকমা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে রাঙামাটি সদরের দুর্গম উলুছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিসিজেএসএস’র কালেক্টর পুনেন্টু চাকমা-কে তার বাড়ি থেকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আটক ব্যক্তিকে কোতায়ালী থানায় হস্তান্তর করেছে নিরাপত্তাবাহিনী। আটক ব্যক্তি জেলার জুরাছড়ি উপজেলার ধামাইপাড়া এলাকার ধন মোহন চাকমার ছেলে।

ওসি আরও বলেন, পুনেন্টু চাকমা উলুছড়ি গ্রামে দীর্ঘদিন ধরে পিসিজেএসএস’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অবৈধ ভাবে অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।