॥ মাহাদি বিন সুলতান ॥
রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারে উপ-শাখা উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক। রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রিজার্ভ বাজারের লেকসিটি শপিং কমপ্লেক্সের ২য় তলায় উপ-শাখার শুভ উদ্বোধন করে ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড।
রাঙামাটি জেলা শাখা আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক শোহেব রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মুছা মাতব্বর। এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহম্মদ বানু মিয়া সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ বদি আলম, বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান মাহমুদ মঞ্জু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম ও মার্কেটের মালিক নুরুল কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, রিজার্ভ বাজার ছিল প্রাচীন রাঙামাটির ব্যবসায়ীক মূল কেন্দ্রবিন্দু। পরবর্তি সময়ে তা স্থানান্তরিত হয়ে বনরূপামুখী হয়েছে। আজ থেকে হাতের কাছেই আইএফআইসি ব্যাংকের উপশাখা পেয়ে সাধারণ গ্রাহক, উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সকল গ্রাহক লাভবান হবে। রিজার্ভ বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় বক্তারা। এসময় বক্তারা, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে জামানতবিহীন ঋণ প্রদান করতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এদিকে বিকাল ৩টায় শহরের দেবাশীষ নগরে মসজিদ মার্কেটের ২য় উপশাখার উদ্বোধন করেছে ব্যাংকটি। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে শাখা ২টির উদ্বোধন ঘোষণা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনরূপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, সাবেক জেলা পরিষদ সদস্য বিহারী রঞ্জন চাকমা, বিশিষ্ট ব্যাবসায়ী অনুপম বড়ুয়া, মার্কেটের মালিক মোঃ রুহুল আমিন, অপারেশন ম্যানেজার প্রদীপ কুমার ঘোষ এবং দেবাশীষ নগর উপশাখার ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক সরওয়ার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।