রাঙামাটিতে আওয়ামী পেশাজীবি লীগের মতবিনিময়

117

॥ স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী পেশাজীবি লীগ রাঙামাটি পৌর শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

আওয়ামী পেশাজীবি লীগ রাঙামাটি জেলার আহ্বায়ক মোতাহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা।

বক্তব্য রাখেন- আওয়ামী পেশাজীবি লীগ রাঙামাটি জেলার যুগ্ম-আহ্বায়ক সনৎ কুমার বড়–য়া ও স্বপন কান্তি বিশ্বাস, পৌর শাখার সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক বিমল কুমার দে, তথ্য ও গবেষণা সম্পাদক অরূন কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হক, মহিলা সম্পাদিকা সুকৃত্তি চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক খোকন কুমার দে, ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কাজী আওয়াল।

অনুষ্ঠানে আওয়ামী পেশাজীবি লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ২০২৪ সালের নির্বাচনে দিপংকর তালুকদার এমপিকে পুণঃরায় নির্বাচিত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেওয়ার জন্য আওয়ামী পেশাজীবি লীগ সার্বিভাবে কাজ করে যাবে বলে মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে দিপংকর তালুকদার এমপি- সংগঠনকে আরো শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অতিথিরা পৌর কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।