॥ মাহাদী বিন সুলতান ॥
ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে রাঙামাটিতে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুসলিম, সনাতন, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মীয় নেতাদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি।
এসময় বক্তারা প্রত্যেক ধর্মের শান্তি-সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ অবস্থান এবং প্রতিটি ধর্মের অনুসারীদের জন্য বর্তমান সরকারের নানামুখী কর্মকান্ড তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, মুসলিম ধর্মালম্বীদের জন্য প্রতিটি উপজেলায় ১৪ কোটি ও জেলা শহরে ১৯ কোটি টাকা ব্যয়ে একটি করে মডেল মসজিদ, হিন্দু ধর্মালম্বীদের জন্য জাতীয় মন্দির এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা, বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য ৬৯ কোটি টাকা ব্যয়ে নেপালে একটি তীর্থ ভ্রমণে বিহার নির্মাণ এবং খৃষ্টান ধর্মের অনুসারীদের জন্য ও চার্চ নির্মাণসহ ধর্মীয় নানামূখী উদ্যোগ হাতে নিয়েছে সরকার।
এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ আঃ আউয়াল হাওলাদার, প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বিভিন্ন ধর্মের ১০০জন ধর্মীয় নেতাদের (প্রশিক্ষণার্থী) হাতে সনদ তুলে দেন।