রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে র‍্যালী

116

॥ সোহরাওয়ার্দি সাব্বির ॥

রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে রাঙামাটির সকল স্থরের নার্সিং কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দদের উদ্যোগে রাঙামাটির শিল্পকলা একাডেমির সামনে থেকে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি নার্সিং ইউন্সষ্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে নার্সিং ইউন্সষ্টিটিউটে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে। নার্সিং পেশা অত্যন্ত মহৎ সেবাধর্মী একটি কাজ। তাই এ পেশাকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, কোভিটের সময় নার্সরা যেভাবে কাজ করছে, তারা যদি এভাবে এগিয়ে না আসতো তাহলে কোভিট ১৯ ভাইরাস মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়তো। চিকিৎসা সেবার পাশাপাশি নার্সরা রোগীদের সাথে ভালো ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোগীরা এসময় ভালো পেলে অর্ধেক সুস্থতা অনুভব করে। তাই রোগীর কথা চিন্তা করে তাদের সাথে ভালো ব্যবহার করলে রোগী সুস্থতার পামাপাশি সম্মান টুকুও বৃদাদি পাবে অনেকাংশে।

এসময়, রাঙামাটি জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্বাবধায়ক দীপ্তি রানী চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যানে অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান, রাঙামাটি নার্সিং ইউনিষ্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ কৃষ্ণা চাকমা, রাঙামাটি স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি শুভ্রা রাণী বড়ুয়া, স্বাধীনতা নার্সেস পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা সাধনা চাকমা সহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের সঞ্চলনা করেন, রাঙামাটি স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিটু তালুকদার। আলোচনা সভা শুরুতে মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।