রাঙামাটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

149

॥ এম.নাজিম উদ্দিন ॥

প্রবীণদের পথ অনুসরণ করেই আগামীতে নবীনদের আলোকিত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। রাঙামাটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চেয়ারম্যান এ মন্তব্য করেন।“সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্য সামনে রেখে এবার দিবসটি পালিত হয়।

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবন সম্মেলন কক্ষে সমাজকল্যাণ বিভাগের আহবায়ক জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে সভায় পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক, সনাক রাঙামাটির সভাপতি বাঞ্চিতা চাকমা,সাবেক মানবাধিকার সদস্য নিরুপা দেওয়ান,সাবেক জেলা শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।