॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ ৩কোটি টাকার বিনিয়োগ বিতরণ করেছে। মঙ্গলবার (০৭ মার্চ ২০২৩খ্রিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তাদের হাতে এই বিনিয়োগের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক উজ্জ্বল কুমার দাশ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড রাঙামাটি শাখার ব্যবস্থাপক মোঃ আবছার হোসাইনের সঞ্চালনায় ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ঢাকা প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান এতে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অথিতি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের এসইভিপি ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ আজম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ইভিপি এন্ড হেড অব সিএমএআইডি-২ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং মোঃ মনজুর হাসান, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস রাঙামাটির ডেপুটি জেনারেল ম্যানেজার সত্য রঞ্জন সাহা, বাংলাদেশ কৃষি ব্যাংক রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের এজিএম এমরানুল ইসলাম, এআইবিএল প্রধান কার্যালয়ের এভিপি এন্ড হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টম্যান্ট আসাদুল হক, বাংলাদেশ ব্যাংক ঢাকার উপ-পরিচালক তানভীর এহসান প্রমূখ।
ব্যাংক সূত্রে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এফআইডি সার্কুলার নং-০১ তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২১ এর আলোকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্ট্রমেন্ট এর পত্রসূত্র নং-এফআইডি/১০২/২০২৩-৮২৩ তারিখঃ ১২ ফেব্রুয়ারী ২০২৩ “১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক নি¤œ আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৫০০.০০ কোটি টাকার পূণঃঅর্থায়ন স্কিম এর আওতায় লীড ব্যাংক (লীড ব্যাংক-আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ) পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মাঝে এই প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামারি সকল তফসীলি ব্যাংকের ব্যবস্থাপকগণ ছাড়াও রাঙামাটি জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ব্যাংকের গ্রহক শুভানুধ্যায়ী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।