রাঙামাটিতে আহলে সুন্নাতের ইফতার মাহফিল

107

॥ স্টাফ রিপোর্টার ॥

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা। বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন বাস স্টেশন জামে মসজিদে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল ক্বাদেরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাসুলে পাক প্রবর্তিত ইসলামের প্রকৃত স্বরূপ রক্ষায় ও প্রচার প্রসারে হযরত আলী (রাদিয়াল্লাহু আয়ালা আনহু) এর ভূমিকা অনস্বীকার্য ও অপরিসীম। হযরত আলী’র দেখানো পথ অনুসরনের মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা সম্ভব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল হালিম ভোলা সওদাগর, সদস্য সচিব মাহফুজ উদ্দিন, জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান, রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ রবিউল আলম রবি, কাঠালতলী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ সেকান্দর হোসেন রেজভী, রাঙামাটি সিএনজি অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, শহীদ আবদুল আলী একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসলিম উদ্দিন, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।