॥ স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের ন্যায় রাঙামাটিতেও দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। আর এই শীতের কবল থেকে জেলার খেটে খাওয়া দরিদ্র মানুষদের বাঁচাতে পাশে দাড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) রাঙামাটি জেলা শাখা।
বুধবার বিকেলে তবলছড়ির ওয়াপদা কলোনীর অভিলাষ ক্রিকেট ক্লাবে ইউসিবির পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক মেহেদী আল মাহবুবের সার্বিক সহযোগিতায় অর্ধ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) রাঙামাটি জেলা শাখার এফএভিপি এবং হেড অব ব্রাঞ্চ মো. খালেদ মোর্শেদ হিরো। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক মেহেদী আল মাহবুব।
অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপদেষ্টা কাজী জালোয়ার সঞ্চালনায় সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান কবির (সোহাগ), উপদেষ্টা সিরাজুল ইসলাম ও মীর হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল আলম অপু সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।