রাঙামাটিতে ইফার ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

123

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের নিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: নুরুল আবছার, প্রকল্পের প্রশিক্ষক জাহিদুল হক খান। কর্মশালায় বিভিন্ন ধর্মালম্বীর নেতৃবৃন্দসহ শতাধিক প্রতিনিধিবৃন্দ অংশ নেয়।