রাঙামাটিতে ইফা আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও ইমাম সম্মেলন

518

মেহেদী ইমাম 

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আয়োজিত ৫দিনব্যাপী রিফ্রেসার্স কোর্স সমাপনী, সনদ বিতরণ ও জেলা ইমাম সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. জুনাইদ।

রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা সভাপতি মাও. কারী ওসমান গনী চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদ খতীব মাও. আবুল হাসেম, ইফা মাষ্টার ট্রেইনার মাও. বখতেয়ার হোসেনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব ও কেন্দ্র শিক্ষকগণ।

প্রধান অতিথির বক্তব্যে লিগ্যাল এইড অফিসার বলেন, আপনারা ইমাম, আলেম ও জাতির পথ প্রদর্শক। আপনারা আপনাদের বক্তব্যে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে অগ্রণী ভুমিকা রাখবেন। গ্রামের জনসাধারণকে ফ্রি আইনি সেবা পৌঁছে দিতে তিনি আলেমদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, আপনারা মামলার খরচ নিয়ে ভাববেন না। আপনাদের আইনি সেবা নিশ্চিত করতে সরকার আপনার আইনিজীবির খরচ বহন করবে। আপনারা যে কোন আইনি সহায়তার জন্য রাঙামাটি জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আসবেন। লিগ্যাল এইড কার্যালয় আপনাদের পাশে থাকবে।

কাউখালী উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ শাহ আলম। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে নিহত সকলের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির জন্য শান্তি কামনা করেন। সমাবেশ শেষে প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর অর্থায়নে ২৭-৩১শে মার্চ পর্যন্ত ৫দিনব্যাপী রিফ্রেসার্স কোর্সের সমাপনী সনদ বিতরণ করেন।