রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ

685

॥ ইকবাল হোসেন ॥

২০২০-২০২১ অর্থ বছরের “সরকারি যাকাত ফান্ড” এর অর্থে জনপ্রতি ৫হাজার টাকা করে ৮৬জনের মাঝে যাকাত বিতরণ করেছে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আয়োজিত যাকাত বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী, ফিল্ড সুপারভাইজার মো. নুরুন নবী, মাস্টার ট্রেইনার বখতেয়ার হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারী।