|| ইকবাল-মোস্তফা ||
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষ্যে ৩৫ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আসামবস্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাজী মো মুছা মাতব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুকুমার মুৎসুদ্দী, পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পংকজ মুৎসুদ্দী।
সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক ও জেলার সভাপতি রাসেল তালুকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফাহমিদা আক্তার, সহ-সভাপতি মো. সুজন, যুগ্ম সম্পাদক রুমি আক্তার, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক মো. ইসহাক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, নাতি নাতনি সংসদের সদস্য সচিব মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক ইশতিয়াক মান্নান খান, সদস্য মো. আজগর আলী রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য- উক্ত ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি পারভিন বাশার।