রাঙামাটিতে উইভ’র আয়োজনে পরিষেবা প্রদানকারী সাথে সংলাপ অনুষ্ঠিত

359

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র আয়োজনে লিঙ্কেজ ও রেফারেল পরিষেবার জন্য বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানকারী এবং সুবিধাভোগীর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটি শহরের রাজবাড়িতে অবস্থিত মালেইয়া কনফারেন্স হল রুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এসময় কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা দুরীকরণে আলোকপাত করে সভায় বক্তারা লিঙ্কেজ ও রেফারেল পরিষেবার জন্য বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানকারী এবং সুবিধাভোগীর সাথে সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে পাশাপাশি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, মাসিক ব্যবস্থাপনা, ও লিঙ্গভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে কাজ করছেন বলে অবহিত করেন। এছাড়াও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার উপর ধারণা আরোপ করে নারীদের দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে জানিয়ে কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা ও লিঙ্গভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে সংস্থার কার্যক্রম তুলে ধরেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র নির্বাহী পরিচালক নাই উ প্রু মারমার সভাপতিত্বে ও ফিল্ড অফিসার সিসিলি দেওয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিতিশ চাকমা, রাঙামাটি কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মিঠু চন্দ্র পাল, রাঙামাটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আজিম, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সিদ্ধা তালুকদার, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা প্রমেশ চাকমা, উইভ’র প্রকল্প সমন্বয়কারী ফুল্লরা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।