রাঙামাটিতে উচ্চারণ ও নন্দনতত্ব বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

550

॥ বিশেষ প্রতিনিধি ॥

ভাষা তার সৌন্দর্য হারায় শুধু ভুল বা অশুদ্ধ উচ্চারণের কারণে। ভাষাকে সহজ-সাবলীল, মাধুর্যময়, ব্যঞ্জনাময় ও ঐশ্বর্যময় করাই উচ্চারণের মূল কাজ। আর সে উচ্চারণ যদি অশুদ্ধ হয়, তাহলে তা ভাষার সৌন্দর্য বৃদ্ধি না করে নষ্ট করে। তাই শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই প্রাণের বিনিময়ে পাওয়া ভাষার মান বাঁচাতে আমাদের উচিত প্রাথমিক পর্যায় থেকেই উচ্চারণের ওপর গুরুত্ব দেওয়া। উচ্চারণের জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া এবং শুদ্ধ উচ্চারণের চর্চার ক্ষেত্র তৈরি করা। সরকারের পাশাপাশি দেশের সব সচেতন নাগরিকের উচিত এ ব্যাপারে যতœবান হওয়া। তাহলেই আমাদের প্রাণের ভাষা তার মর্যাদা ফিরে পাবে, অশুদ্ধ বা ভুল উচ্চারণে প্রতিনিয়ত আমাদের ভাষাকে তার মর্যাদা হারানোর লজ্জা থেকে বাঁচানো যাবে। আজ মঙ্গলবার ( ৯ নভেম্বর’২১ইং) সকালে রাঙামাটি রাঙামাটি শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত উচ্চারণ ও নন্দনতত্ব বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এসব কথা বলেন।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী অনষ্ঠিতব্য কর্মশালায় আজ মঙ্গলবার প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী রাঙামাটির জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের মুখ্য ঘোষক (অবঃ) ফজল হোসেন, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক বুলবুল, সঙ্গীত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর, বাংলাদেশ বেতার ও টেলিভিশন চট্টগ্রামের আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক জাভেদ হোসেন প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো অংশ নিবেন, কবি ও সাহিত্যিক, গবেষক মোঃ জানে আলম। কর্মশালায় রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশ নেন।