এম.নাজিম উদ্দিন
রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ- দিয়েছেন।
অভিযানে জেলা প্রশাসনের পেশকার মো.নজরুল ইসলাম,রাঙামাটি পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়,জেলা শহরের কাঁঠালতলী মসজিদ এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের মালিক মো.বশির আহমেদ অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলেন। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসান ট্রেডার্সের স্টোরুম থেকে ১৮০ লিটার সয়াবিন তেল ও ৮৬ কেজি মসুর ডাল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বশির আহমেদ নামে এক অসাধু ব্যবসায়ী ২৫ দিনের কারাদ- দেওয়া হয়েছে। বাজার মনিটরিং এর পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তবে অসাধু ব্যবসায়ী কীভাবে টিসিবি পণ্য সংগ্রহ করেছে এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,‘এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’