রাঙামাটিতে এশিয়া ছিন্নমূলের আলোচনা সভা ও কম্বল বিতরণ

88

॥ স্টাফ রিপোর্টার ॥

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহরের রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শরীফ জিন্নাহ। প্রধান বক্তা ছিলেন- ফাউন্ডেশনের পার্বত্য অঞ্চল পরিচালক মো. নাছির উদ্দিন।

জেলা শাখার সম্পাদক কাজল কান্তি দাশের সভাপতিত্বে ও পৌর শাখার সম্পাদক মাবুদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা সভাপতি মো. নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, সহ-সভাপতি বেলাল হোসেন, পৌর শাখার সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক টুটুল কুমার দে, পৌর শাখার সহ-সম্পাদক মো. শাহ নেওয়াজ, সদস্য শান্তি প্রিয় চাকমা, সজিব সাহা, মালিকা চাকমা, ও পঙ্কজ তালুকদার।

এসময় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর অতিথিরা অসহায় ছিন্নমূল মানুষদের হাতে কম্বল তুলে দেন।

এরপর পুরো রাঙামাটি শহর ঘুরে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।