রাঙামাটিতে এস এ টিভির ১১তম বর্ষপূর্তি উদযাপন

109

॥ স্টাফ রিপোর্টার ॥

এসএ টিভি নিজস্ব গতিধারায় ইতিবাচক ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন এই টিভির ভক্তরা। তারা বলেন, এসএ টিভির অনুষ্ঠান ও সংবাদ প্রচারে গুনগত মানের দিক দিয়ে এগিয়ে আছে। এই টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মাটি ও মানুষের উন্নয়ন এবং এ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসএ টিভি’র ১১তম বর্ষেপূর্তি উদযাপন ঘিরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ।

এসএ টিভি রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় এবং রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক চৌধুরী হারুন, চ্যানেল আই এর রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, অনলাইন পাহাড় বার্তার রাঙামাটি প্রতিনিধি মোঃ হান্নান, ছাত্র নেতা মোঃ হাবীব আজম প্রমুখ। এসময় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন চ্যানেল ও পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।