॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার পরিচিতি সম্মেলন ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় কলেজ গেইট রাঙামাটি দারুল উলুম মাদ্রাসায় জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শরিয়ত উল্লাহ’র সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওয়াসির, সহ-সভাপতি আব্দুর রহিম, মাওলানা ইব্রাহিম, মাওলানা শোয়াইব, মাওলানা মাজাহারুল ইসলাম ও ক্বারী নাছির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা উমর আলী, মাওলানা আনোয়ার, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান ও মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান, মাওলানা মুফতি আশরাফ আলী, মাওলানা মুফতি আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা খলিল উল্যাহ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মোমিন বিন কাদের, সিনিয়র সদস্য মাওলানা আমিনুর রশিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ২টায় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শরিয়ত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন, হাটহাজারীর আল-জামিয়া আহমদিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহামদ। বিশেষ মেহমান ছিলেন- পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এসময় সংগঠনের সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।