॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙামাটি নগর শাখার আওতাধীন ২ ও ৩নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন- জেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।
নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কপিল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দীন, সহ-সভাপতি শাহিন আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, সদর উপজেলা শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলাম মামুন, জেলা যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো।
অনুষ্ঠানে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন ও সদস্য সচিব কপিল খান- নগর শাখার আওতাধীন সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তারা জানান- ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে আরো শক্তিশালী করতে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের নির্দেশনা পাওয়ার পর কমিটি ঘোষণা করা হবে।