স্টাফ রিপোর্টার
রাঙামাটিতে ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর যৌথ উদ্যোগে “সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াস” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড কার্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইন উদ্বোধন করেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় ক্যাম্পেইন সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন- ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর সহযোগিতায় আজ থেকে আমাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হলো। এর পাশাপাশি কাপ্তাই ও কাউখালী উপজেলার সকল ইউনিয়নেও এ কার্যক্রম চলমান থাকবে। আগামীতে রাঙামাটির পাশাপাশি খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও তিনি “সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াস” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কমানা করেন।