রাঙামাটিতে করোনা সংক্রমণে আবারো উর্দ্ধগতিঃ একদিনে করোনা পজেটিভ ৮ জন

2079

স্টাফ রিপোর্টার

রাঙামাটিতে করোনার সংক্রমণে আবারো উর্দ্ধগতি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার (২৩ মার্চ) রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৮জন করোনা রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে ১ জন কাউখালীর বাসিন্দা ছাড়া বাকি ৭জন রাঙামাটি সদরের।

সর্বশেষ তথ্যমতে রাঙামাটিতে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৩১১ জন, যাদের মধ্যে সুস্থ মোট ১২৬৪ জন।

প্রসঙ্গত, করোনার প্রথম ধাক্কা কিছুটা শিথিল হওয়ার পর থেকেই রাঙামাটিতে করোনা নিয়ে সচেতনতা অনেকটাই কমে গিয়েছে সঙ্গে কমেছে মাস্কের ব্যবহারও। বিশেষত করোনার টিকা কার্যক্রম শুরু হওয়ার পর জেলাবাসী আরো বেশি অসেচতন হয়ে পড়ে। তবে জেলার স্বাস্থ্য বিভাগ বরাবরের মতই মাস্ক ব্যবহারসহ গণজমায়েত এড়িয়ে যাওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতন করে যাচ্ছে।