রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা বিতরণ

276

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ ১২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের আয়োজনে পরিষদের এনেক্স ভবন মিলনায়তনে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, অংসুই সাইন চৌধুরী বক্তব্য রাখেন। নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিহা টেক্সটাইল এর স্বত্বাধিকারী মনোয়ারা বেগম, জুম সদনের স্বত্তাধিকারী বিনতী চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ শিবলী রোমান।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন- বর্তমান সরকারের আমলে নারীরা এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে, দেশ এগিয়ে যাবে।

করোনাকালীন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে জেলার ১০ উপজেলা থেকে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বাছাই করে তাদের জীবন যাত্রার মান ও ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জনপ্রতি ৩০হাজার টাকা করে মোট ৩৬ লক্ষ টাকা প্রণোদনা দিয়েছে জেলা পরিষদ। আলোচনা সভার পর অতিথিরা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন।