॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে করোনা ভাইরাসে সংক্রামক ঠেকাতে সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন জারি করার পর থেকে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে চলার জন্য জেলা প্রশাসনের একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
শুক্রবার (২ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন জনবহুল স্থানে মাইকিং করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার পাশাপাশি যানবাহনে সরকারের প্রজ্ঞাপন বাস্তবায়ন কাজ করছেন মোবাইল কোর্ট। এসময় তিনি ৬ জনকে মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি না মানায় মোট ২ হাজার ৭শত টাকা জরিমানা করেন।
মোবাইল টিমটি রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে কাজ শেষে আবার ঘরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।