রাঙামাটিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবিতে টানা আন্দোলন

17

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

সারাদেশের মতো রাঙামাটিতেও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হয়েছে। “কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন” এর ব্যানারে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) প্রাঙ্গণে টানা চারদিন ধরে চলছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

রবিবার (৬ এপ্রিল) থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত অব্যাহত ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, সরকার তাদের ন্যায্য দাবি এখনও মেনে নেয়নি। ফলে তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।

কেন্দ্রীয় প্রতিনিধি ফয়সাল বিন ফারুক বলেন, “সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার। আমরা উচ্চশিক্ষা, সরকারি স্বীকৃতি এবং পেশাগত সুযোগ-সুবিধা চাই। প্রশাসন যদি দ্রুত দাবি না মানে, তাহলে এই আন্দোলন আরও বিস্তৃত হবে।”

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডিকেআইবি রাঙামাটি জেলা উপদেষ্টা ডিপ্লোমা কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা সভাপতি আনিসুর রহমান, পার্বত্য অঞ্চল সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আদরপ্রিয় চাকমা প্রমুখ।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো-
১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্বীকৃতি প্রদান।
৩. শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীনে না রেখে কৃষি মন্ত্রণালয়ের আওতায় আনা।
৫. সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার।
৬. মাঠ সংযুক্তি ভাতা চালু।
৭. বেসরকারি চাকরিতে ন্যূনতম দর্শন গ্রেডের বেতন স্কেল নিশ্চিত।
৮. চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং-এর ব্যবস্থা।

শিক্ষার্থীরা জানান, এটি শুধুমাত্র নিজেদের অধিকারের প্রশ্ন নয়, এটি কৃষি খাতের সার্বিক উন্নয়নের দাবিও। যতদিন না তাদের দাবি মানা হচ্ছে, ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।