রাঙামাটিতে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

15

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

রাঙামাটিতে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারূফ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, এবং জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ মনসুরুল হক প্রমুখ।

সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন এবং সেই দিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা গণহত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে আগামী প্রজন্মের মাঝে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।