রাঙামাটিতে গণহত্যা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

528

॥ মাসুদ পারভেজ নির্জন ॥
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম,আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙ্গালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙ্গালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। একাত্তরের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকান্ডই ছিল না, এটা ছিল মূলত বিশ্বসভ্যতায় এক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অক্লান্তভাকে পরিশ্রম করে যাচ্ছে বর্তমান সরকার এবং তা অব্যাহত রয়েছে। এসময় বক্তারা পাকিস্তানকে ক্ষমা চাওয়ার মাধ্যমে ২৫ মার্চকে আন্তজার্তিক স্বীকৃতি দেয়ার জন্য দাবী জানান।