রাঙামাটিতে গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারীর ওরশ ও মিলাদ

224

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে হযরত গরিবুল্লাহ শাহ (রহঃ) ৩১তম বার্ষিক ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মসজিদ, তবলছড়ি অফিসার্স কলোনী, মাজার প্রাঙ্গণে গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী মসজিদ, মাজার ও মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটি আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসীম উদ্দিন নূরী।

গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী মসজিদ, মাজার ও মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মো. মনির হোসেন মাইজভান্ডারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলার সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী, পুরাতন বাস স্টেশন জামে মসজিদের সহকারী ইমাম মুহাম্মদ ইউসুফ আলী আল-কাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালী তাহেরীয়া শাহিদ সোলেমান জামে মসজিদের খতিব মাওলানা মো. সেলিম উদ্দিন আল-কাদেরী।

এসময় অন্যান্যের মধ্যে রিজার্ভ বাজার লঞ্চঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইসলামী সুন্নি সমাজ কল্যান সংসদ রাঙামাটি জেলার সভাপতি এনামুল হক হারুন, গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী মসজিদ, মাজার ও মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকী ও মো. নুরুল ইসলাম, গাউসিয়া কমিটির সদস্য জয়নাল আবেদীন, সমন্বয়ক সম্পাদক, ইসলামী সুন্নি সমাজ কল্যান সংসদ, মো. সেকান্দর বাদশা ও মো. আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।