॥ স্টাফ রিপোর্টার ॥
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার ব্যবস্থাপনায় পবিত্র গেয়ারভী শরীফ ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে রাঙামাটি শহরের রিজার্ভ মুখস্থ খানকা শরীফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, আলোচনা ও মিলাদ কিয়ামের মাধ্যমে মাসিক গেয়ারভী অনুষ্ঠিত হয়েছে।
একইসাথে দরবারে সিরিকোট শরীফের বর্তমান সাজ্জানদানশীন আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ.)-এর সহধর্মীনির ইন্তেকালে ইছালে সওয়াবেরও আয়োজন করা হয়।
জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মনসুর আলীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
এসময় উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সহ সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর। জেলা গাউসিয়া কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় এতে দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী দাওয়াতে খায়ের থেকে তকরির পেশ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মনসুর আলীর পক্ষ থেকে ৫শতাধিক টুপি বিতরণ করা হয়।