রাঙামাটিতে চারদিনব্যাপী কত্থক নৃত্যের কর্মশালা

107

॥ শাহ আলম ॥

পার্বত্য জেলা রাঙামাটিতে চারদিন ব্যাপি কত্থক নৃত্যের কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে তপস্যা আয়োজনে এ কর্মশালা উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক বিশিষ্ট নৃত্যগুরু সাজু আহমদ, সাংস্কৃতিক কর্মী নিরুপা দেওয়ান, সাহানা দেওয়ান। অনুষ্ঠানের সঞ্চালনা ও প্রশিক্ষণের তত্ববধানে ছিলেন ফিফা চাকমা।

উদ্বোধনী অনুষ্টানে অতিথিরা বলেন, শিল্প ও সংস্কৃতি বাঙালির ধারকবাহক। আমাদেরকে এই শিল্প ও সংস্কৃতি ধরে রাখতে হবে। নৃত্য শিল্পের মধ্যে কত্থক নৃত্য একটি বিশেষ শাখা। এটি চর্চা করতে হবে, আমাদেরকে চর্চার মধ্য দিয়ে কত্থক নৃত্যকে ছড়িয়ে দিতে হবে। একই সাথে পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মাঝে।

তারা আরও বলেন, আপনাদের সন্তানদের যেকোন শিল্প চর্চায় উৎসাহ করবেন। তাহলে তারা মাদক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে থাকবে। শুরুতে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে কত্থক নৃত্য কর্মাশালা উদ্বোধন করেন। এ কর্মশালায় শহরের বিভিন্ন এলাকা থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন এবং আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।