রাঙামাটিতে চোলাই মদসহ আটক ১

417

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।মঙ্গলবার সকাল ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের ফরেস্ট কলোনির বনভবনের গেইটের সামনে থেকে ২০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়।

আটককৃত হলেন,ফরেস্ট কলোনীর মোঃ আরব আলীর ছেলে মোঃ হারুন(৫০)।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানিয়েছেন,মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।