রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

426

॥ স্টাফ রিপোর্টার ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌরসভা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল আলম, এমদাদুল হক মানিক, খোরশেদুল আলম, নাজমুল হুদা, সুফিয়ান রেজা, আব্দুল হাকিম পুতুল, যুগ্ম সম্পাদক ফজরুল ইসলাম, পৌর শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম, সদর উপজেলা শাখার আহ্বায়ক বাশার আজম, কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক অপুসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।