রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

249

॥ স্টাফ রিপোর্টার ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতার করা কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণ থেকে ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা বাজার ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলার সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম রাজু, নাজমুল হুদা, সুফিয়ান রেজা, যুগ্ম সম্পাদক ফজরুল ইসলাম, আবুল কালাম সগির, মো. সাজ্জাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েলসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম মামুন, সদস্য সচিব ড্যানিস চাকমা, পৌর স্বেচ্ছাসেবক দললের আহবায়ক মোঃ কামাল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতা মান্নাফীর কুরুচীপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আওয়ামীলীগ নেতা মান্নাফী তার কুরুচীপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি দেন।