রাঙামাটিতে ছাত্রদল সভাপতি সাব্বিরের মুক্তির দাবিতে বিক্ষোভ

472

॥ স্টাফ রিপোর্টার ॥

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বনরূপা ঘুরে পুণরায় জেলা কার্যালয়ে এসে সমাবেশ মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, রাঙামাটি জেলা ছাত্রদলের বিরুদ্ধে অতীতেও নানা ষড়যন্ত্র করেছে বিভিন্ন মহল। সেগুলো আমরা প্রতিহত করেছি। উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন এবং সংশ্লিষ্ট কাজে জড়িত না থেকেও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতিকে মাসের মাসের জেলে থাকতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখ জনক এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাব্বিরকে মুক্তির জোর দাবি জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি এমদাদুল হক মানিক, আবু সুফিয়ান রেজা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, মোঃসাজ্জাদ, মোঃ শাওন মেহেদী, যুগ্ম সম্পাদক মোঃ রহিম, মেজবা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, মোঃ জামাল উদ্দিন, আহম্মেদ ইসতিয়াক আজাদ, মোঃ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, সোলায়মান রানা, মোঃ রানা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার, সিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাদা, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, শহর ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান,সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, সদস্য সচিব মোঃ অলি আহাদ, নগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল, সদস্য সচিব মোঃ কপিল, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল মামুন, সদস্য সচিব ড্যানিশ চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।