রাঙামাটিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আলোচনা সভা

102

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহ এমরান রোকন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুলসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জেলার ১০টি উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।