স্টাফ রিপোর্টার , ১৯ জুলাই ২০১৬ : “জঙ্গিবাদ সন্ত্রাসী খতম করি,বাংলাদেশ রক্ষা করি”এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলা যুবলীগ মঙ্গলবার বিকেলে সারা বাংলাদেশের ন্যায় এ জেলাও জঙ্গিবাদ নির্মূলের দাবি ও বিদেশী এবং ধর্মীয় গুরুদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার। জঙ্গিদের নির্মূল করতে হলে দেশের নাগরিকদের এগিয়ে আসতে হবে। আর জনগণ যখন দেশ প্রেমে আবদ্ধ হয়ে কাজ শুরু করবে তখনি দেশ থেকে জঙ্গি নির্মূল হবে।
পোস্ট করেন- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি