॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে প্রতিবারের ন্যায় এ বছর ও বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি পার্বত্য জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ভাষ্কর্য সংলগ্ন শহিদ স্মৃতি স্তম্ভ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি মনসুর আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ এমরান রোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাধন মনি চাকমা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদর সংকর চাকমা, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম, ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর অতিথিরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং ৩দিন ব্যাপি আয়োজিত প্রতিযোগিতায় ১০০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যারিলিন এ্যানি মারমা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আতশবাজি আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।