রাঙামাটিতে জাতীয় ইমাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

18
Screenshot

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

রাঙামাটিতে শনিবার (২২মার্চ) বিকেলে জাতীয় ইমাম সমিতির উদ্যেগে রমজনের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত করেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি এ বি এম তোফায়েল উদ্দীন এবং সঞ্চালনা করেন হাফেজ মোঃ রহমত উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ উদ্দিন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, রাঙামাটি বার কাউন্সিলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেড মোখতার আহমেদ, রাঙামাটির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক এবং জেলার সর্বস্তরের ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ইমামগণ আমাদের সমাজের নৈতিক আলো, তাঁদের ত্যাগ ও শিক্ষাই আমাদের সঠিক পথে পরিচালিত করে। এই পবিত্র রমজানে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ উদ্দিন বলেন, বর্তমান সমাজে মাদক সেবনের পরিমান বেড়েই চলেছে। ইমামগণ ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা দিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং মাদকবিরোধী বক্তব্য দিয়ে যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সর্বশেষ মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে সকলের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া করা হয় এবং এরপর সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করা হয়।