রাঙামাটিতে জাতীয় পরিচয়পত্র সেবা স্বাধীন নির্বাচন কমিশনের আওতা থেকে নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা সার্ভার স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনে নেতৃত্ব দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল রহমান ও রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদারসহ অন্যান্য কর্মকর্তারা।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল রহমান বলেন, ২০০৭ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত করেন। এরপর নাগরিকদের বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হয়। কিন্তু এখন সেই কার্যক্রম অন্য কমিশনের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
তিনি আরো বলেন, “আমাদের শ্রম, দক্ষতা ও আত্মত্যাগে গড়ে ওঠা এই পরিচয়পত্র ব্যবস্থা আজ অন্য কারও হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটি আমাদের জন্য হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। একটি সন্তানকে জন্ম দেওয়ার ১৭-১৮ বছর পর যদি তাকে অন্যের হাতে তুলে দিতে হয়, তবে তা কতটা বেদনাদায়ক!”
পরিশেষে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা। তারা ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালনার নিশ্চয়তা এবং জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।