॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় যুব সংহতি সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- সুকুমার চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিরোজ তালুকদার। শনিবার রাঙামাটি শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তালুকদার এমপি।
প্রধান বক্তা ছিলেন- জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পাার্টির কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম দুলাল, রাঙামাটি জেলা জাতীয় পার্টির সবাপতি হারুনুর রশিদ মাতব্বর, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স।
জাতীয় যুব সংহতি রাঙামাটি জেলার আহ্বায়ক সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব ফিরোজ তালুকদার। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় অধিবেশনে কন্ঠ ভোটের মাধ্যমে চন্দ্র রায় কে সভাপতি ও ফিরোজ তালুকদারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।