॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকালে রাঙামাটি শিশু একাডেমি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুষ্কা চাকমা ও রাঙামাটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক মো. ইব্রাহিম।
রোববার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের নিয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ এর প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায় এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।