রাঙামাটিতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

339

॥ মাসুদ পারভেজ নির্জন ॥
“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটিতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলার আয়োজনে জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং থাকবে। এসময় বক্তারা বাংলার মেহনতি ও মজদুর মানুষদের এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।