রাঙামাটিতে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে রাঙামাটি জেলা জামায়াত। ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১৬ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৩৬ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ রমজান আলী, এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এ বি এম তোফায়েল উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, পৌরসভা জামায়াতের দায়িত্বশীল মোঃ জয়নাল আবেদীনসহ ১নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম বলেন, রমজান মাস সমগ্র মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। সকল মুসলমানের উচিত সঠিকভাবে রোজা পালন করা এবং ইসলামী জীবন ব্যবস্থার প্রতি আগ্রহী হওয়া।
তিনি আরো বলেন, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে যিনা করার সমান গুনাহ। তাই এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা প্রত্যেক ইমানদার মুসলমানদের দায়িত্ব। আর এর জন্য প্রয়োজন ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এ বি এম তোফায়েল উদ্দিন বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। জামায়াতে ইসলামী সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠান অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।