রাঙামাটিতে ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক ইনফরমেশন সেশন

110

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাগুলো আরো এগিয়ে নিয়ে যেতে গ্রামীণফোন এক্সিলারেটর প্রোগ্রামের অংশ হিসেবের “জেলায় জেলায় উদ্যোক্তা” শীর্ষক ইনফরমেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সম্ভাবনাময় স্টার্টআপ গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেন্টরশিপ এবং ফান্ডিং এর সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

শুক্রবার বিকেলে রাঙামাটি পৌরসভা মিলনায়তনের অনুষ্ঠিত সেশনে প্রধান বক্তা ও অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা, স্টার্টাপ চট্টগ্রামের ফ্রিল্যান্সার মেন্টর মোঃ মানিক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব এবং পিপল স্কুল বাসের প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ সোহাগ উপস্থিত ছিলেন।

এসময় ফাহিমুল আনোয়ার ও জান্নাতুল নাঈম রিনির সঞ্চালনায় রাঙামাটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেশনে জিপি এক্সেলেরেটরের কমিউনিটি বিল্ডার মোঃ জহিরুল ইসলাম, স্টার্ট আপ নিয়ে উপস্থিত সকলকে সুস্পষ্ট ধারণা দেন এবং জিপি এক্সিলারেটর এর পূর্ববর্তী সফলতার ব্যাপারে সকলে অবগত করেন। বুট ক্যাম্প এবং ডিজাইন থিংকিং এর ব্যাপারে ধারণা দেন ও কোন কোন বিষয় উদ্যোক্তাদের নির্বাচন করা হবে এই ব্যাপারে অবগত করেন। এরপাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।