রাঙামাটিতে জেলা বিএনপির দায়িত্বে শাহআলম দীপু ও শাকিল

426

॥ স্টাফ রিপোর্টার ॥

কাউন্সিলরদের ভোটে আবারও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজি মোঃ শাহ আলম এবং আবারও সেক্রেটারী হয়েছেন দীপন তালুকদার দিপু। তবে এবার সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন সাইফুল ইসলাম শাকিল। শনিবার বাংলাদেশ জাতিয়তাবাদী দল-বিএনপি রাঙামাটি জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়। রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সভাপতি শামসুজ্জামান দুদু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক লেঃ কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লবসহ ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান প্রমূখ।

এর আগে আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে ও দীপন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম।

আলোচনা পর্বশেষে দ্বিতীয় পর্যার্য়ে কাউন্সিলরদের ভোটে আবারও সভাপতি পদে শাহ আলম নির্বাচিত হন। এর আগেই সাধরণ সম্পাদক পদে দীপন তালুকদার দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম শাকিল। ৯১ভোট পেয়ে শাহ আলম বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম ভূট্টো ৫৫ভোট পান। আর ১০২ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম শাকিল।