রাঙামাটিতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

103

॥ স্টাফ রিপোর্টার ॥

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ১০দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। শনিবার দুপুর ২টা থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি চলা অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহম্মেদ।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল মনীষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (ভূট্টো), সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জহির আহম্মদ সওদাগর, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদ চৌধুরী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহম্মেদ বলেন-বিএনপি লগি বৈঠা হাতে নিয়ে মানুষ মারার আন্দোলন করে না, বিএনপি মানুষের যান মাল বাঁচানোর আন্দোলন করে। তিনি আরো বলেন- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, গ্যাস, বিদ্যুৎ আজ মানুষের নাগালের বাহিরে। সাধারণ মানুষের জীবন যাপনে আজ নাভিশ্বাস উঠছে। বর্তমান অবস্থায় এই জালিম সরকারকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলনের কোন বিকল্প নেই।