রাঙামাটিতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

370

॥ স্টাফ রিপোর্টার ॥

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের জেলের মাঝে বিশেষ কর্মসূচীর আওতায় ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের গর্জনতলীর বলাকা ক্লাবে প্রথম ধাপে ৪৯জন জেলের হাতে ২০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।

এসময় জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, বিএফডিসির মার্কেটিং অফিসার মো. ইব্রাহিম খলিল, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন মার্মা, সাবেক ছাত্রলীগ নেতা শিবু বড়–য়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উকারভোগীরা উপস্থিত ছিলেন।